নরসিংদীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত পৌরমেয়র লোকমান হোসেনের বাসভবনের পাঁচশ গজ দূর থেকে চারটি তাজা ককটেলবোমা উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। রবিবার দুপুর ১টায় এ উদ্ধারের ঘটনা ঘটে। জেলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জানান, শহরের বাসাইল এলাকায় নিহত পৌর মেয়র লোকমান হোসেনের বাসভবনের পাঁচশ গজ দূরে ন্যাশনাল প্রাইভেট হাসপাতালের পেছনে পরিত্যক্ত মাঠে স্কচটেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ কিছু বস্তু দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষা করছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নরসিংদী