রোববার সকাল সাড়ে ৯টায় জামালপুর-ময়মনসিংহ সড়কের বাদেচান্দি নামক স্থানে দ্রুতগামী একটি ভটভটি উল্টে চলতি প্রাথমিক শিক্ষা সমাপনীর ১০ পরীক্ষার্থী আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার সকালে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের খলিশাকুড়ি থেকে প্রায় ১৫ জন পরীক্ষার্থী ১০ কিলোমিটার দূরে অবস্থিত শ্রীরামপুর কেন্দ্রে পরীড়্গা দেওয়ার জন্য একটি ভটভটিতে চড়ে যাচ্ছিলেন। কিন্ত ভটভটি বাদেচান্দি বরকতি রাইচ মিলের সন্নিকটে পৌঁছিলে হঠাৎ চালক নিয়ন্ত্রন হারালে উল্টে যায়। এবং ছাত্র ছাত্রীদের কেউ কেউ রাস্তায় ছিটকে পড়ে এবং অনেকেই ভটভটির নিচে চাপা পড়ে।
আহতরা হলেন, নাছিমা (১০), নাজমা (১১), রোকেয়া (১০), রেখা (১০), কাকলী (১১), খাদিজা (১০), বিলকিছ (১১)।
এদের নান্দিনা ও জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। আহত পরীক্ষার্থীরা সবাই নান্দিনা ব্র্যাকের আওতায় খলিশাকুড়ি ব্র্যাক স্কুলের শিক্ষার্থী এবং ওই গ্রামের বাসিন্দা ছিল বলে নান্দিনা ব্র্যাক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম ইউনাইটেড নিউজ টয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাইদুর রহমান/জামালপুর