গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::

নানা কর্মসূচির মাধ্যমে দিনাজপুরের হাকিমপুর হিলিতে শেখ রাসেল এর ৬০ তম জন্মবার্ষিকী দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ শেখ রাসেলের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পরে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরপর সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাররুন উর রশিদ হারুন।

অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন,উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনাবেগম, সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম,উপজেলা আ্#৩৯;লীগের সহ- সভাপতি সোহরাব হোসেন প্রতাপ,প্রভাষক আশরাফ আলী প্রধান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ছায়েম মিয়া।

এসময় সেখানে বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম,আলিহাট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম,একাডেমিক সুপারভাইজার শিক্ষা সাখাওয়াত হোসেন,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাকিমপুর পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম। আলোচনা সভা শেষে শহীদ শেখ রাসেলের জীবনের উপর প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here