নবীগঞ্জের ভরপুর গ্রামের পূর্ব বিরোধের জের ধরে দফায় দফায় হামলা সংঘর্ষের ঘটনায় ছালমা বেগম নামের এক মহিলা  নিহত এবং ৫০ ব্যাক্তি আহত হয়েছে। খুনের ঘটনায় ছালমার পিতা আব্দুর রউফ ১০৯ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,গত রবিবার সকালে উপজেলার বাউসা ইউনিয়নের ভরপুর গ্রামের জেল হাজত থেকে মুক্তি পাওয়া কনা মিয়া ও লাল মিয়া গংরা একই গ্রামের আব্দুল আজিজ আব্দুর রউফ গংদের উপর হামলা চালায়। এক পর্যায়ে উভয় পক্ষে তুমুল সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মুহুর্তেই গ্রামটি রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। গুর“তর আহত ছালমা বেগমকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়। মুমুর্ষ অবস্থায় সিলেট নিয়ে যাবার সময় পথেই তার মৃত্যু ঘটে। ঘটনার ৩ দিন অতবাহিত হলেও কোন আসামী গ্রেফতারে ব্যর্থ হয় পুলিশ। হামলা,পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে এলাকার জনপদ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ আলমগীর মিয়া/নবীগঞ্জ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here