হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে জমির ভূয়া মালিক সেজে সোমবার দুপুরে ২০ লাখ টাকার চেক উত্তোলন করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে দুই প্রতারক। আটককৃতরা হচ্ছেন, নবীগঞ্জ উপজেলার এবতারপুর গ্রামের জহুর মিয়ার ছেলে জামাল মিয়া (৪০) ও আউশকান্দি গ্রামের হাজী ইস্কান্দর আলীর ছেলে মুজিবুর রহমান (৩৯)।
হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) অমৃত দেব জানান, আটককৃতরা দুপুর সাড়ে ১২টায় হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় এর এল এ (ল্যান্ড এ্যাকুইজিশন) শাখায় যায়। তারা নিজেদের নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ড এর নির্মাণাধীন ৩য় প্যাডের জন্য অধিগ্রহণকৃত জমির মালিক পরিচয় দিয়ে ২০ লাখ টাকার চেক উত্তোলনের চেষ্টা করে। প্রতারণার বিষয়টি আঁচ করতে পেরে এল এ শাখার লোকজন তাদের পুলিশের হাতে তুলে দেয়।
জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাহমুদুল হক জানান, আটক ২ জন ০.৫৪ একর ভূমির ক্ষতিপূরণের ২০ লাখ টাকার চেক নিতে অফিসে আসেন। এসময় তাদের কথাবার্তায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি ধরা পড়ে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আলমগীর মিয়া /নবীগঞ্জ