সাউথ এশিয়ান এন্টারন্যাশনাল লিঃ-এর মালিকানাধীন কমলগঞ্জ উপজেলার নন্দরানী চা বাগানে শুক্রবারের সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হলেও রোববার সন্ধ্যা  ৬টা পর্যন্ত কোন পক্ষই এ ঘটনায় থানায় কোন মামলা দায়ের করেনি। চা বাগানটিতে অব্যাহত রয়েছে ১১৪ ধারা।

রোববার বিকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাউদ্দিন সিরাজের নেতেৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নন্দরানী চা বাগান পরিদর্শন করেন। তিনি স’ানীয় সাংবাদিকদের বলেন,চা বাগানে যে প্রাণহানির ঘটনা ঘটেছে তা খুবই দুঃখ জনক। তিনি বলেন,হাই কমান্ডের নিদের্শে নন্দরানী চা বাগানের ঘটনাটি তদন্ত করতে ওই বাগানে আসার কথা স্বীকার করে তিনি বলেন,বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ,চা শ্রমিকসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা বলা হবে। কমলগঞ্জের ইউএনও প্রকাশ কান্তি চৌধুরী রোববার সন্ধ্যায় বলেন,বাগানে বর্তমানে থমথমে অবস’ার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বাগানের পরিসি’তি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা অব্যাহত থাকবে।

 

সোহেল রানা, কমলগঞ্জ (মৌলভীবাজার)

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here