নওগাঁর নিয়ামতপুরে ভুটভুটি ও ট্রলির মুখোমুখী সংঘর্ষে ১১ পিএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। ৯ পরীক্ষার্থীর অবস্থা অশংকাজনক হওয়ায় তারা পরীক্ষায় অংশগ্রহন করতে পরেনি। ঘটনাটি ঘটেছে রোববার সকাল সাড়ে ৯ টাপর দিকে উপজেলার বটতলী হাট মোড়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রোববার সকালে ভুটভুটি যোগে বেশ কিছু পিএসসি পরীক্ষার্থী উপজেলার চকসিতা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্র রামকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাবার পথে বটতলী হাট মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ধান ভর্ভি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে ১১পিএসসি পরীক্ষার্থী আহত হয়। আহত শিক্ষার্থীদের নিয়ামতপুর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশংকাজনক। এরা হলো উপজেলার বিলজোয়ান গ্রামের মো: মনসের আলীর মেয়ে ববিতা (১১),  সামেন আলীর মেয়ে সাইমা (১১), হোসেন আলীর মেয়ে ফাহিমা (১৩), জিলুর রহমানের মেয়ে মৌসুমি (১২), সকিন আলীর মেয়ে সকিন ফাতেমা (১১), মৃত মকবুলের মেয়ে আমিনা (১২), আল মামুনের মেয়ে মাসুদা (১১), আব্দুল মজিদের মেয়ে রওসন আরা (১২) ও মাহতাব আলীর মেয়ে খাতিজা (১১)। আহত পরীক্ষার্থীরা রোববার অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহন করতে পারেনি।

দূর্ঘটনার খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান এনামুল হক ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম আহতদের দেখতে হাসপাতালে যান এবং আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তন্ময় ভৌমিক/নওগাঁ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here