তন্ময় ভৌমিক, নওগাঁ
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সোনাপুরা গ্রামের শস্য মাঠ থেকে শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ইলিয়াস আলী (৬০) নামে এক বৃদ্ধ কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইলিয়াস সোনাপুরা গ্রামের মৃত সবির উদ্দীনের ছেলে।
এলাকাবাসী জানায়, বাড়ির পাশের বেশ কিছু জমির দখল নিয়ে প্রতিবেশীদের সাথে বিরোধ চলছিল বলে ইয়াস আলী জমিগুলি দখলে রাখতে গত ২ সপ্তাহ যাবত রাত-দিন পাহারা দিয়ে আসছে। প্রতিদিনের মত বৃহস্পতিবার সন্ধ্যায় জমি পাহারা দিতে যায়। শুক্রবার সকালে সে ফিরে না আসলে পরিবারের লোকজন ওই জমিতে গিয়ে সকালে তার লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় হয়।
নিয়ামতপুর থানার ওসি শফিউল আলম জানান, বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়না তদনে-র জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নাই। ধারনা করা হচ্ছে জমি নিয়ে বিরোধের জের ধরে বৃদ্ধকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস’তি চলছে।