সারাদেশে ২৪ হাজার পোস্টাল ইডি কর্মচারীদের অনির্দিষ্টকালের লাগাতার ধর্মঘট শুরু হচ্ছে কাল থেকে । এতে দেশের ইউনিয়ন পর্যায়ের সাড়ে আট হাজার ডাকঘর অনির্দিষ্টকাল বন্ধ হয়ে থাকবে। বাংলাদেশ পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়ন নয় দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে। সেইসঙ্গে আজ সারাদেশের জেলা ডাকঘর চত্বরে সমাবেশের ডাক দিয়েছে তারা।বাংলাদেশ ডাক বিভাগের ২৪ হাজার এক্সট্রা ডিপার্টমেন্টাল (পোস্টাল ইডি) কর্মচারী তাদের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।এর আগে ১০ দিনের ধর্মঘট করে বাংলাদেশ পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়ন।

গত ১০ই অক্টোবর থেকে ১৯শে অক্টোবর পর্যন্ত চলা ওই ধর্মঘটে সাড়ে আট হাজার ডাকঘর বন্ধ হয়ে থাকায় দেশের ডাক ব্যবস্থা অচল হয়ে পড়ে।সে সময় তারা ২০ অক্টোবর পর্যন্ত আল্টিমেটাম দেয়। দাবি পূরণ না হলে ১৩ নভেম্বর থেকে অনির্দ্দিষ্টকালের ধর্মঘটের আল্টিমেটাম দেয়া হয়। সেই ঘোষণা অনুযায়ী রোববার থেকে লাগাতর ধর্মঘট শুরু হচ্ছে।বাংলাদেশ পোস্টাল ইডি কর্মচারি ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি শাহনেওয়াজ চৌধুরী বলেন, আমরা বাংলাদেশের সবচেয়ে অবহেলিত কর্মচারী। এই বাজারে মাত্র এক হাজার টাকা বেতনে আমাদের ২৪ হাজার পোস্টাল ইডি কর্মচারী বছরের পর বছর চাকরি করছেন। এখন তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তিনি বলেন, এর আগে আমরা নয় দফা দাবি আদায়ে সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। আমাদের দাবির প্রতি কেউ ভ্রুক্ষেপ করছে না। তাই রোববার থেকে সারাদেশে ২৪ হাজার পোস্টাল ইডি কর্মচারী অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করবে।

আ হ ম ফয়সল/ ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here