দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার সকালে অনুভূত হওয়া এ ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৯। আর এর কেন্দ্র ছিল ঢাকা থেকে ৪৬৮ কিলোমিটার উত্তর-পূর্বে মিয়ানমারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল ৯টা ১৫ মিনিটে মাঝারি মাত্রার এ ভূমিকম্পের স্থায়িত্ব ছিল ৪১ সেকেন্ড। তবে এতে কোথাও থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে, শুধু বাংলাদেশ নয়, ঠিক একই সময়ে ভারতের পূর্বাংশের কয়েকটি রাজ্যেও ভূমকম্পন অনুভূত হয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ইউএন ডেস্ক