গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::

রংপুরের পীরগঞ্জে দক্ষিণ এশিয়ার সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সম্মেলন বেসরকারী সংস্থা এফসাকল ও সাপ্তাাহিক বজ্রকথার ও আয়োজনে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ভারতীয় ১৫ সদস্য প্রতিনিধি দল দিনাজপুরের হিলিতে।

আজ শনিবার বিকেলে হিলি ইমিগ্রশন চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করলে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এফসাকল সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ও সাপ্তাাহিক বজ্রকথা সম্পাদক সুলতান আহমেদ সোনা। এসময় হাকিমমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

এফসাকল সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, আগামীকাল রোববার ( ৫ ফেব্রুয়ারি) রংপুরের পীরগঞ্জে এই সন্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। ভারতের আসাম তেজপুরের বিশিষ্ট আন্তরাষ্ট্রীয় খ্যাতিপ্রাপ্ত লেখক জ্ঞান বাহাদুর ছেত্রী,পশ্চিমবঙ্গ মমুর্শিদাবাদের বিশিষ্ট লেখক নজরুল ইসলাম,আবৃত্তি শিল্পী শিক্ষক সংগঠক সুমর্তভান খাতুন,নেপাল ফিল্নস নৃত্য পরিচালক নারায়ণ রিজাল,ভারত আসাম এর বিশিষ্ট কবি রানা কাফ্লে,নেপাল খাদবারী বিশিষ্ট সাহিত্যিক তারা বাহাদুর বুরাথোকী,ভাতর আসাম কারবি আংলং এর বিশিষ্ট লেখক টংক কোঁবর,ভাতর সিকিম বিশিষ্ট সাহিত্যিক ললিত লোহার ও ভারত পশ্চিমবঙ্গ হাওড়া এর সংগঠক আব্দুল খালিকসহ
১৫ সদস্যর প্রতিনিধি দলটি বাংলাদেশেম প্রবেশ করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here