ঢাকা সিটি করপোরেশনকে ভাগ করা নিয়ে নির্বাচন কমিশনের সাথে সরকার কোনো আলোচনা করেনি উল্লেখ করে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলছেন, এই আইন পাস করে সরকার কমিশনকে বেকায়দায় ফেলেছে।

বুধবার রাজধানীর শেরেবংলা নগরে কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, ‘স্থনীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন-২০১১’ পাসের আগে সরকার নির্বাচন কমিশনের সাথে কোনো আলোচনা করেনি। এই আইন পাশ করে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার কথা বলা হয়েছে, কিন্তু এই সময়ের মধ্যে নির্বাচন করা অসম্ভব। সরকার নির্বাচন কমিশনকে বেকায়দায় ফেলে দিয়েছে।’

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here