ডেস্ক রিপোর্ট::  ঢাকা কেন্দ্রীয় কারাগারে শামসুল আরেফিন (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

শামসুল আরেফিনকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আব্দুল আলিম বলেন, দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে শামসুল আরেফিন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসা মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কি মামলায় তিনি কারাগারে হাজতি হিসেবে ছিলেন সে বিষয়টি বলতে পারছি না। তার হাজতি নম্বর-২৬২৮৫/৫৪। তার বাবার নাম মো রজব আলী।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here