ঠাকুরগাঁও সুগার মিলের কহরপাড়া ইক্ষু খামারে অগ্নিকান্ডে এক একর জমির আখ নষ্ট হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সুগার মিল সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কহরপাড়া ইক্ষু খামারের ভেতরের অংশে আগুন লাগে। এতে মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে । স্থানীয় এলাকাবাসী প্রায় আধাঘন্টা পর আগুন কিছুটা নিয়ন্ত্রনে আনে। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে সম্পূর্ন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় ৩০ হাজার টাকার আখ নষ্ট হয়েছে বলে জানায় মিলের ব্যস্থাপনা পরিচালক শিবেন্দ্র নাথ রায়। তবে অগ্নিকান্ডের সুত্রপাত জানাতে পারেনি দমকল বাহিনী।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তানিয়া সরকার/ঠাকুরগাও