ঠাকুরগাঁওয়ে র‌্যাফেল ড্র’র নামে অবৈধভাবে জুয়া বসানোর অভিযোগে পুলিশ মঙ্গলবার রাতে ১০ জুয়ারীকে গ্রেফতার করেছে। এ সময় জুয়ার বোর্ড হতে লক্ষাধিক টাকা মূল্যের পুরস্কার সামগ্রী ও লটারীর টিকিটের মুড়ি জব্দ করে।

ঠাকুরগাঁও সদর উপজেলার সুখানপকুরী ইউনিয়নের কার্তিকতলা বাজারে কিছু সংখ্যাক যুবক ১০ টাকার টিকিটে পুরস্কার প্রদানের ঘোষনা দিয়ে র‌্যাফেলে ড্র এর নামে জুয়ার আসর বসায়। দিনব্যাপী মাইকিং করে টিকিট বিক্রি শেষে রাতে ড্র এর আয়োজন করে। টিকিট কিনে পুরস্কার পাওয়ার আশায় হাজার হাজার মানুষ সেখানে সমবেত হয়। খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ঠাকুরগাঁও থানা পুলিশ কার্তিকতলা বাজারে যায় এবং র‌্যাফেল ড্র এর মঞ্চ ঘেরাও করে আবু তাহের (২৯), জাহাঙ্গীর আলম (১৯) আসান আলী (৩৫), কাঞ্চন (২৪), সইফুল (১৮), শ্রী কৃষ্ণ (২৩), নুরুন নবী(২৭), ফরিদ (২৩), মামুন (৩৫) ও সফিকুল (২০) নামে ১০ জুয়ারীকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় জুয়ারীদের কাছ থেকে পুরস্কারের সামগ্রী ও লটারীর টিকিট জব্দ করে। এ ঘটনায় ঠাকুরগাঁও থানায় মামলা হয়েছে। ঠাকুরগাঁও থানার ওসি গোপাল চক্রবর্তী জানান, ধৃত আসামীরা অবৈধভাবে লাভের আশায় কর্তৃপক্ষের অনুমোতি ব্যাতি রেখে র‌্যাফেল ড্র এর নামে জুয়ার আয়োজন করে জুয়া আইনের ৪ ধারা তৎসহ দন্ডবিধির ২৯৪-(ক) ধারার অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তানিয়া সরকার/ঠাকুরগাঁও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here