আট দিন ধরে বন্ধ রয়েছে ঠাকুরগাঁওয়ের বে-সরকারি ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্রটি। সর্বশেষ ২৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহের পর এ মাসের ৩ নভেম্বর রাত ৯টায় কেন্দ্রটির বন্ধ হয়। বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানায় চাহিদা না থাকায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে। বিদ্যুৎ গ্রীড সূত্রে জানা গেছে ৫০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র হলেও আজ পর্যন্ত এই কেন্দ্রটি টার্গেট অনুযায়ি বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ দিতে পারেনি।

ঠাকুরগাঁও বিদ্যুৎ গ্রীড উপ-কেন্দ্রের জুনিয়র সহকারি ব্যবস্থাপক ফারুক হোসেন বলেন, গত ৬ মাসেও ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারেনি ওই কেন্দ্রটি। তারা সর্বোচ্চ ২৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ দিয়েছে।

তবে এ ব্যাপারে রহিম আফরোজ পাওয়ার লিমিটেডের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ সাব্বির আহমেদ বলেন, পিডিবির চাহিদা না থাকায় আপাতত বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়েছে। চাহিদা পেলেই উৎপাদন করা হবে।

এ বিষয়ে শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওস্থ বাস ভবনে পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন ওই কেন্দ্রটির উৎপাদন নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ওই কেন্দ্রটির যন্ত্রপাতি তেমন ভালনা। তাদের লক্ষ্যমাত্রা অনুযায়ি বিদ্যুৎ সরবরাহ দিতে পারছেনা। তা ছাড়া ওই কেন্দ্র থেকে বেশি দামে বিদ্যুৎ কেনায় সরকারে ভর্তুকী বাড়ছে। দেশে বিদ্যুৎ চাহিদা মেটাতে সরকার অন্য চিন্তা করছে বলে মন্তব্য করেন মন্ত্রী।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তানিয়া সরকার/ঠাকুরগাঁও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here