ডেস্ক রিপোর্ট:: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ জনসভায় তার নিজ আসন গোপালগঞ্জ-৩-এর মানুষের কাছে নৌকায় ভোট চাইবেন তিনি।
সকাল থেকেই নেতাকর্মীরা টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে আসতে শুরু করেন।
এর আগে শুক্রবার বরিশালের জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কপথে বরিশাল থেকে টুঙ্গিপাড়া আসেন। রাতে নিজ বাসভবনে অবস্থান করেন তিনি।
বেলা ১১টার পরে শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে জনসভায় যোগ দেন শেখ হাসিনা।