বিয় চন্দ্র দাস, নেত্রকোনা

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের মানুষের স্বার্থ রক্ষায় সব কিছু করবে। টিপাইমুখ বাঁধ নির্মানে দেশের স্বার্থ ক্ষুন্ন হতে দেয়া হবে না। আমাদের সরকার ৫৪টি অভিন্ন নদীর পানি প্রবাহ নিয়ে বিদ্যমান সংকট নিরসনে কাজ করে যাচ্ছে। বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময় ভারত টিপাইমুখ প্রকল্পের পরিকল্পনা করেছিল।

বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বিনাপানি বিদ্যাপিঠের ছাত্রছাত্রী ও অবিভাবক সমাবেশে যোগদানের পূর্বে নেত্রকোনা সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এসব কথা বলেন।

তিনি আরও বলেন,  কৃষকের স্বার্থ রক্ষায় বর্তমান সরকার সব কিছইু করে যাচ্ছে। কৃষি পন্যে ব্যাপক ভর্তুকী  দেয়া হচ্ছে। আমরা ৯০ টাকা কেজির এমওপি সার ১৫ টাকায়, ৮৫ টাকার টিএসপি সার ২২ টাকা কেজি করেছি। সারা বিশ্বে জ্বালানী তেলের দাম এখন বৃদ্ধি পেয়েছে। এতে সরকারের কিছু করার নেই।

মন্ত্রী বলেন, সরকারী খাদ্য গুদামগুলোতে প্রচুর ধান চাল মজুদ রয়েছে। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। এ সময় অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন, প্রাথমিক ও গনশিক্ষামন্ত্রী ডাঃ মোঃ আফছারুল আমীন এমপি, আশরাফ আলী খসরু এমপি, মঞ্জুর কাদের কোরাইশী এমপি, জেলা প্রশাসক মোঃ আনিস মাহমুদ, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান, নেত্রকোনা পৌর সভারপৌর মেয়র প্রশান- কুমার রায়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তফসির উদ্দিন খান, জেলা কৃষকলীগ সভাপতি কেশব রঞ্জন সরকার প্রমূখ। পরে কৃষিমন্ত্রী সদর উপজেলার বাংলা নয়াপড়া গ্রামে এনবিআর এর সাবেক সদস্য অসীম রায় এর প্রতিষ্ঠিত বিনাপানি বিদ্যাপীঠের ছাত্রছাত্রী অভিভাবক সমাবেশে যোগ দেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here