পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, টিপাইমুখে বাঁধ নিয়ে ভারত একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নিলে প্রয়োজনে আদালতের শরণাপন্ন হবে বাংলাদেশ।

শনিবার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

রমেশ চন্দ্র বলেন, ‘ভারত বন্ধুপ্রতীম দেশ। আমাদের অবজ্ঞা করে তারা টিপাইমুখ নিয়ে কোনো কাজ করে অথবা কোনো সমীক্ষা ছাড়াই বাঁধ নির্মাণ করে, তাহলে আমরা নিশ্চয়ই এর বিরুদ্ধে লিখবো। তারা যদি কথা না শোনে তাহলে বিভিন্ন আদালত আছে, আমরা সেখানে যাবো।’

তবে তিনি আশা প্রকাশ করে বলেন, দুদেশের যৌথ সমীক্ষার আলোকেই ভারত সিদ্ধান্ত নেবে।

রমেশ জানান, ভারত সম্মত হলেই যৌথ নদী কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে বাংলাদেশের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here