ঝিনাইদহে বিএনপি’র সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সকাল ১১টায় বিএনপি’র দলীয় কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জন্মদিনের কেক কাটেন। এসময় ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মসিউর রহমান ছাড়াও জেলা বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি তরিকুল ইসলাম বলেন হাসিনা সরকারের উপর মইন উ আহম্মেদ ও ফখরুদ্দীনের প্রেতাত্মা ভর করেছে। তাদের প্রেসক্রিপশান অনুযায়ী এখনো সব কিছু পরিচালিত হচ্ছে। তিনি আরো বলেন তারেক রহমান যাতে আগামীতে নেতৃত্বে না আসতে পারে সে জন্য তাকে পঙ্গু করার পরও মামলার পর মামলা দিয়ে হেনস্তা করা হচ্ছে। অনুষ্ঠানে তারেক রহমানের দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে গরীব দু:খিদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এছাড়াও জন্মদিন উপলক্ষে দলীয় কার্যালয়ে চিত্র প্রদর্শন করা হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান রকি/ঝিনাইদহ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here