ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী গ্রামে বৃহস্পতিবার নিজেদের তৈরী চোলাই মদ পান করে বাদল হোসেন ও আলী আজগার নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় রবিউল, ইদু ও ইয়াকুব হোসেন নামে তিন ব্যক্তির অবস্থা সংকটাপন্ন বলে গ্রাম বাসি জানায়। নিহত বাদল সাধুহাটী গ্রামের আহাদ আলী ও আলী আজগার খোকাই মন্ডলের ছেলে।
ডাকবাংলা পুলিশ ক্যম্পের ইনচার্জ মীর শাখওয়াত হোসেন গ্রামবাসির উদ্বৃতি দিয়ে জানান, বুধবার রাতে সাধুহাটী গ্রামের একটি বাড়িতে কয়েকজন মিলে নিজেদের তৈরী চোলাই মদ পান করে। বাড়ি ফেরার পর রাতেই এদের মধ্যে ৫ জন অসুস্থ হয়ে পড়ে।
তাদেরকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে মধ্য রাতে বাদল হোসেন ও আলী আজগার মৃত্যু বরণ করে।
এসআই শাখওয়াত আরো জানান, অবস্থা সংকটাপন্ন হওয়ায় একই গ্রামের ইয়াছিন আলীর ছেলে ইয়াকুব হোসেন, ইমান আলীর ছেলে ইদু মিয়া ও রবিউল ইসলাম নামে তিন ব্যক্তিকে গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি এলাকাবাসির কাছ থেকে জানতে পেরেছেন।
এ ঘটনায় পুলিশের কাছে এখনো কেও অভিযোগ করেন নি বলেও তিনি জানান।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান রকি/ঝিনাইদহ