ঝিনাইদহের হরিনাকুন্ডুতে মনোয়ার হোসেন (৩৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে মালিপাড়া  গ্রামের  জাবেদ আলীর ছেলে। আজ বিকাল ৫টার দিকে মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হরিনাকুণ্ডু থানার ওসি আবুল খায়ের জানান, মালিপাড়া গ্রামের মো; কাটু গ্রামের মাঠে একটি ডুমুর গাছ কাটতে গেলে তার চাচাতো ভাই শিপন তাকে বাঁধা দেয়। এতে উভয়ের মধ্যে গোলযোগ শুরু হলে মনোয়ার হোসেন তাদের থামাতে যায়। এ সময়।শিপন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে মারাত্নক ভাবে আহত করে। চিকিৎসার জন্য হরিনাকুণ্ডু স্বাস’্য কম্পেক্সে নেওয়ার পথে মনোয়ারের মৃত্যু হয়।
এ ঘটনার পর গ্রামটিতে থমথমে পরিসি’ বিরাজ করছে। এখন পর্যন- হরিনাকুণ্ডু থানায় কোন মামলা করা হয়নি।

শাহারিয়ার রহমান রকি, ঝিনাইদহ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here