পপ তারকা মাইকেল জ্যাকসনের মৃত্যুর জন্য অনিচ্ছাকৃতভাবে মানবহত্যার দায়ে তার চিকিৎসক কনরাড মারেকে অভিযুক্ত বলে রায় দিয়েছে লস অ্যাঞ্জেলস –এর এক আদালত।

মাইকেল জ্যাকসন

২০০৯ সালে পপ তারকা উচ্চ ক্ষমতার চেতনানাশক ওষুধের প্রতিক্রীয়ায় অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান।

কিন্তু তখন ওই চিকিৎসক তাকে ছেড়ে চলে যান। ফরে এই মৃত্যুতে তিনি দাড় এড়ানো পারেননা।

তবে মিস্টার কনরাডের আইনজীবি বরছেন যে, জ্যাকসন নেশায় আসক্ত ছিলেন।

চিকিৎসক যাওয়ার পরে তিনি চেতনানাশক ওষুধ গ্রহণে তার মৃত্যু হয়।

আদালতে দায়িত্ব পালনকারী মিসেস বেনসন রায় পড়ে শোনার।

তিনি বলছেন, ক্যালিফোনিয়ার মিস্টার রবার্ট কনরাড যার মামলা নম্বর এসএ ০৭৩১৬৪, জুরি বোর্ড দেখেছে যে, মিস্টার কনরাড অনিচ্ছাকৃতভাবে মানবহত্যার দায়ে অপরাধী।

চিকিৎসক কনরাড মারে

যা ১৯২ উপধারা অঙ্গ করে।

এই রায়ের পরে লস অ্যাঞ্জেলেসের কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি স্টিভ কুলি বলেন, বিচারকরা সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।

এদিকে এই রায়ের পরে প্রয়াত পপ সম্রাটের মা ক্যাথেরিন কান্নায় ভেঙে পড়েন।

অন্যদেক আদালত ভবনের বাইরে উল্লাসে ফেটে পড়ে মাইকেলের ভক্তরা।

তারা সেখানে বসেই ডক্টর কনরাডকে উদ্দেশ্য করে”অপরাধী অপরাধী” বলে চিৎকার করতে থাকে।

৫৮ বছর বয়সী এই চিকিৎসকের বিচারকাজ চলছে গত ৬ সপ্তাহ ধরে।

এখন তিনি জামিনে মুক্ত রয়েছেন, তবে তাকে শিগগিরই আবার পুলিশ হেফাজতে নেয়া হবে এবং ২৯শে নভেম্বর সাজা ঘোষনার আগ পর্যন্ত তাকে সেভাবেই থাকতে হবে।

দোষি প্রমাণিত হলে চার বছরের কারাদন্ড ভোগ করতে হতে পারে।

সূত্র : বিবিসি

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here