সৈয়দ মাহমুদ শাওন, নিজস্ব প্রতিনিধি ::
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট এর নবনিযুক্ত অধ্যক্ষ প্রকৌশলী আবুল কালাম আজাদ।
 বুধবার (২৯মে) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী আবুল কালাম আজাদ জেলা প্রশাসক -এর হাতে ফুল তুলে দেন।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ উমর ফারুক, ইন্সট্রাক্টর (নন-টেক) সেলিম আহমেদ এবং ইন্সট্রাক্টর শিক্ষার্থী কল্যাণ কর্মকর্তা আজিজুর রহমান উপস্থিত ছিলেন।
প্রকৌশলী আবুল কালাম আজাদ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন’কে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান। সাক্ষাৎকালে জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের সার্বিক মঙ্গল কামনা করেন এবং ক্যাম্পাস পরিদর্শনের আশাবাদ প্রকাশ করেন। পাশাপাশি তিনি শিক্ষা সংশ্লিষ্ট যে কোন সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here