রোববার সকালে জামালপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শান্ত বেওয়া নামে ৬৫ বছরের এক বৃদ্ধ মহিলা খুন হয়েছে। এবং এ ঘটনায় আরও ৩জন জখম হয়েছে।
পুলিশ জানায়, সদর উপজেলার ৬নং নরুন্দি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে হযরত আলীর সাথে একই গ্রামের বিল্লাল হোসেনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার সকালে হযরত আলীর লোকজন বিরোধপূর্ণ জমিতে গেলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষ চলাকালে হযরত আলীর লোকজন বিলস্নাল হোসেনের স্ত্রী শান্ত বেওয়াকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। এবং বিল্লাল হোসেন (৭০), নেবুজা বেগম (৪৫) ও নুরম্নদ্দিন (৪০) আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ নিহত শান্ত বেওয়ার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এবং সকাল ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছিল।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাইদুর রহমান/জামালপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here