জামালপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রগুলোতে নানা সমস্যা বিরাজ করায় সাধারণ জনগণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ১৫টি। গত এবছর ধরে প্রতিটি ইউনিয়নে তথ্য সেবাকেন্দ্র চালু করা হয়েছে। কিন্তু অধিকাংশ ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে পর্যাপ্ত কম্পিউটার বরাদ্দ দেওয়া হয়নি। জেনারেট নেই। কয়েকটি ইউনিয়নে প্রদানকৃত ল্যাপটপ ও ডেক্সটপ কম্পিউটার বিকল হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। বিদ্যুত চলে গেলে বন্ধ হয়ে পড়ে তথ্যসেবার কাজ।

প্রতিটি ইউনিয়নের জনসংখ্যা প্রায় ৩৫ থেকে ৪৫ হাজারে মত। কিন্তু অধিক সংখ্যক জনগণের সেবা দানে পর্যাপ্ত কম্পিউটার ও জনবল না থাকায় ভোগান্তি আরও বেড়েছে।

সদরের ৯নং রানাগাছা ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে একটি ল্যাপটপসহ মোট ৩টি কম্পিউটার থাকলে কয়েক মাস ধরে একটি ল্যাপটপসহ একটি ডেক্সটপ কম্পিউটার বিকল হয়ে পড়ে আছে।

বুধবার সকালে  ইউপি চেয়ারম্যান লুৎফুল কবীর আকন্দ সোহাগ ইউনাইটেড নিউজ টয়েন্টিফোর ডটকম’কে বলেন, এখানে দুটি কম্পিটার অকেজো থাকায় সচল থাকা একটি দিয়ে প্রতিদিন ইউনিয়নবাসীর সেবা দিতে চরম হিমশিম খেতে হচ্ছে।

তথ্যসেবা কেন্দ্রের উদ্যোগক্তা ও কম্পিউটার অপারেটর লুৎফল হায়দার রিজনও একই কথা জানালেন।

ইউনিয়নের সচিব আমিনুল ইসলাম বলেন, ল্যাপটপ ও ডেক্সটপ অকেজা থাকার বিষয়টি আমি উর্ধতন কর্তৃপড়্গকের কাছে অবহিত করেছি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাইদুর রহমান/জামালপুর

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here