চুয়াডাঙ্গার দামুড়হুদা – র্কাপাসডাঙ্গা সড়কের মুক্তারপুর নামক স্থানে দ্রুতগামী আলম সাধু নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে দূর্ঘটনায় গুরুতর আহত আত্তাপ (৪২) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা গেছে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) জানান, আলম সাধু নিন্ত্রন হারিয়ে নিহত হবার ঘটনা পুলিশের জানা নেই তবে এ ব্যাপারে কেউ অভিযোগও করেনি। এদিকে নিহত আত্তাবের ভাই কিতাব আলী জানা, সোমবার রাতে চুয়াডাঙ্গা থেকে কোরবানীর চামড়া বিক্রি করে বাড়ী ফেরার পথে দামুড়হুদা কার্পাসডাঙ্গা সড়কের মুক্তারপুর মাঠের মধ্যে আলম সাধু নিয়নত্রন হারিয়ে উল্টে দূর্ঘটনা ঘটে। এসময় আলম সাধুতে থাকা আমার ভাই আত্তাতাব গুরুতর জখম হয়।
দূর্ঘটনার পর তাকে সোমবার রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।আহত কিতাব উদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে সদর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার বেলা ১টার দিকে আত্তাব মারা যায়। এব্যাপারে কারো বিরূদ্ধে কোন অভিযোগ করা হয়নি বলে নিহত আত্তাবের পরিবার জানায়।সে দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের মৃত শাহার আলীর ছেলে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/চুয়াডাঙ্গা