চুয়াডাঙ্গা গোয়েন্দ পুলিশ জেলা সদরের রুপছায়া সিনেমা হলে নিকট থেকে দু’চাঁদাবাজকে গ্রেফতার করেছে।

গোয়েন্দা পুলিশের এসআই জিয়া জানায়, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামে সোহাগ (২২) ও আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামে মিলন (২১) দীর্ঘ দিন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন কৌশলে চাঁদা বাজ করে আসছেলো।

জানা গেছে, গ্রেফতাকৃত সোহাগ ও মিলন কিছু দিন আগে দামুড়হুদা গোপালপুরের শাকের আলী ছেলে তরিকুলের কাছে দেড় লক্ষ টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত টাকা পরিশোধ না করলে হত্যা করা হবে। এবং টাকা চুয়াডাঙ্গা রুপছায়া সিনেমা হলের কাছ থেকে নেয়া হবে।

গোপন সূত্রে চুয়াডাঙ্গা গোয়েন্দ পুলিশ জানতে পারে বুধবার রাত ৯ টর দিকে চুয়াডাঙ্গা জেলা সদরের সিনেমা হলের কাছে দু’চাঁদাবাজ চাঁদার টাকা নেয়ার জন্য অপেক্ষা করছে। এ সময় গোয়েন্দা পুলিশে এসআই জিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঔস্থানে অবস্থান নেয় এবং চাঁদা টাকা গ্রহন করার সময় দু’জনকে  হাতেনাতে গ্রেফতার করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারের পর দু’জনকে গোয়েন্দা অফিসে জিজ্ঞাবাদ চলছিলো।

উইনাইটেড নিউজ ২৪ ডট কম/চুয়াডাঙ্গা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here