মামা বাড়ি বেড়াতে এসে নড়াইলের চিত্রা নদীতে সাতার কাটতে গিয়ে নিখোঁজ ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র খালিদের লাশ একদিন পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে রূপগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়।
জানাগেছে শহরতলী লস্করপুর গ্রামে বৃহস্পতিবার খালিদসহ কয়েক শিশু বেলা ১২টার দিকে চিত্রা নদীতে গোসল করতে নামে। এসময় স্রোতে খালিদ ডুবে যায়। শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জ খেয়া ঘাট এলাকায় তার লাশ পাওয়া যায়। রাত ১০টার দিকে জানাযা শেষে মামা বাড়িতেই দাফন করা হয়।
পারিবারিক সুত্রে জানাগেছে, খালিদের বাবা তামিম মিয়া ঢকায় চাকরির সুবাদে সেখানেই বসবাস করেন। ঈদ উপলক্ষে এবং খালিদের মামা বাড়িতে বেড়াতে আসেন। দুপুরে খালিদ ও তার ছোট ভাইসহ ৩ জন নদীতে গোসল করতে যায়।
উল্লেখ্য যে, দেড় মাস পূর্বে একই স্থানে লস্করপুর গ্রামের দশম শ্রেণীর ছাত্র দ্বীপ গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আব্দুল সাত্তার/নড়াইল