মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
চাঁপাইনবাবগঞ্জের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে তিনটি বাসে আগুন লেগেছে। এতে একটি বাস আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তুহিন পরিবহনের একটি বাসের ছাদে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়। পরে পাশের আরও দুইটি বাসে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস জানায়, একটি বাসের ভেতরে আগুন লেগে যাওয়ায় তা পুড়ে ছাই হয়ে যায়। সেই বাস থেকে দাঁড়িয়ে থাকা পাশের দুটি বাসে আগুন ছড়িয়ে পড়লেও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা যাচাই-বাছাই করে জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।