মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ::

চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহি বাসের ধাক্কায় মোসা.রেজিনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রশিকনগর-গুটিপাড়ার গ্রামের মোঃ আব্দুল হকের স্ত্রী। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রশিকনগর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ হোসেন।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান,সকালে রোজিনা বেগম বাড়ী থেকে বের হয়ে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা কানাসাটগামী দ্রুতগতির আরপি রোকয়া পরিবহনের একটি বাস (নাম্বার-ঢাকা মেট্রো ব-১২১৪১২) তাঁকে চাপা দিলে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য
২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ হোসেন বলেন, দ্রুতগতির বাসটি সনাক্ত করে আটক করতে পুলিশ চেষ্টা করছে। নিহতের মরদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here