বরিশালের চরমোনাইয়ের মাহফিলের আখেরী মোনাজাত শেষে বাড়ী ফেরার পথে লঞ্চের ধাক্কায় মুসল্লীদের ট্রলারডুবিতে ইয়াকুব (৬৫) নামের এক মুসল্লী নিহত হয়েছেন। ২৯ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার চরমোনাইর ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, ২৯ নভেম্বর মঙ্গলবার সাড়ে ৯ টার দিকে তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মোনাজাত শেষ হলে হাজার হাজার মুসুল্লী ইঞ্জিন নৌকা, ট্রলার ও লঞ্চযোগে বরিশাল নগরীর উদ্দেশ্যে রওনা হয়। দুর্ঘটনাকবলিত ট্রলারটি চরমোনাই লঞ্চ ষ্টেশন ত্যাগ করে প্রায় ৩শ’ গজ দুরে গেলে চরমোনাই থেকে মুসুল্লী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়া মর্নিং সান নামের একটি লঞ্চ ষ্টেশন ত্যাগ করতে গিয়ে পেছন দিকে টান দেয়। এসময় মর্নিং সান লঞ্চের পেছনের অংশে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়। প্রায় সকল মুসুল্লী সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হয় বলে জানায় স্থানীয়রা। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। এসময় ইয়াকুব (৬৫) নামে এক মুসল্লীর লাশ উদ্ধার করা হয়।বরিশাল ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা মোঃ রুস্তম জানান, ডুবে যাওয়া স্থানে প্রায় ৭০ ফুট পানি রয়েছে। তারা নদীর তলদেশে ট্রলারটিকে সনাক্ত করতে পেরেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রলারের ভেতরে আর কোন লাশ নেই।চরমোনাই পীরের ভাই মাওলানা সৈয়দ রেজাউল করীম জানান, ট্রলারডুবিতে আহত ১৮ মুসুল্লীকে মাহফিল ময়দানে স্থাপিত অস্থায়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুজ্জামান জানান, ‘চরমোনাই পীরের মাহফিলে থেকে আখেরী মুনাজাত শেষে ফেরা যাত্রীদের নিয়ে বরিশাল যাচ্ছিল ট্রলারটি। কিন্তু ঘাট ছাড়ার পরপরই মর্নিং সান নামের একটি লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পরপরই ইয়াকুব (৬৫) নামে একজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। নিহত মুসল্লী ইয়াকুব যশোরের মনিরামপুর উপজেলার টেংরামরি মাহমুকাঠী গ্রামের বাসিন্দা।’ তবে ট্রলারে মোট কতজন যাত্রী ছিল তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। যাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরীরা উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে জানান তিনি।বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা আশরাফ হোসেন, মাসুদ পারভেজ, বরিশাল দমকল বিভাগের অতিরিক্ত পরিচালক মিজানুর রহমান ও মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) জিল্লুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মামুনুর রশিদ/বরিশাল

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here