সৌরভকে প্রতারক বললেন ভারতীয় দলের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল। নিজের আত্মজীবনী ফিয়ার্স ফোর্সে সৌরভের বিরুদ্ধে একের পর এক বিষোদগার করেছেন গুরু গ্রেগ। জাতীয় দলের মধ্যে সৌরভ নাকি দলবাজি করতেন।সৌরভের আত্মবিশ্বাস নিয়েও নিজের আত্মজীবনীতে প্রশ্ন তুলেছেন গ্রেগ চ্যাপেল। প্রাক্তন ক্রিকেটারদের মত আত্মজীবনী লেখার দৌড়ে এবার সামিল বিতর্কিত গ্রেগ চ্যাপেল। আত্মজীবনী ফিয়ার্স ফোর্সে স্বাভাবিক ভাবেই সৌরভ গাঙ্গুলির প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তাঁর মতে অধিনায়কত্ব ছেড়ে যদি সৌরভ খেলায় মন দিতেন তাহলে আরও বড় ক্রিকেটার হতে পারতেন। বইতে সৌরভকে সন্দেহ বাতিকগ্রস্থ বলে মন্তব্য করে চ্যাপেল জানিয়েছেন সৌরভের আত্মবিশ্বাসের অভাব ছিল।তাঁর দাবি বোর্ডকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে এই দল দুহাজার সাতের বিশ্বকাপ জিততে পারবেনা। দলের উন্নতির জন্য সৌরভকে অধিনায়কত্ব থেকে সরিয়ে রাহুল দ্রাবিড়কে অধিনায়ক করার পরামর্শ বোর্ডকে দিয়েছিলেন বলে চ্যাপেলের দাবি। তাঁর মতে কোচ নয়,সৌরভের দরকার ছিল দলে ঘোঁট পাকানোর সঙ্গীর। সৌরভ চোট লুকিয়ে খেলতেন বলেও অভিযোগ গ্রেগের।অন্যদিকে বইতে মহেন্দ্র সিং ধোনির প্রচুর প্রশংসা করেছেন ভারতীয় দলের প্রাক্তন এই কোচ। বইতে তিনি লিখেছেন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত  ধোনি। চ্যাপেলর মতে ধোনি অধিনায়ক হওয়ায় ড্রেসিং রুমের বাতাবরণ এখন অনেক খোলামেলা। আগে নাকি সচিন, সৌরভদের সামনে মুখ খুলতে ভয় পেতেন তরুণরা।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শফিকুল ইসলাম/কলকাতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here