কামরুল হাসান, কলারোয়া প্রতিনিধি ::
কলারোয়ায় গ্রামপুলিশদের মাঝে বাইসাইকেল, পোশাকসহ নানাবিধ সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। ২০২২’-২০২৩ অর্থ বছরে কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রামপুলিশ(দফাদার ও মহল্লাদার) এর মাঝে পোশাকসহ অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির।
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ’লীগ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবর রহমান সান্টু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, প্রাথমিক শিক্ষা অফিসার এইসএম রোকনুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মৃনাল কান্তি, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, ফায়ার স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির, আইসিটি’র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধিজন।
অনুষ্ঠান শেষে উপজেলার দুই জন নারীসহ ১১৩ জন গ্রামপুলিশ (দফাদার) ও ১ জন মহল্লাদারের মাঝে হাফ শার্ট, ফুল শার্ট, ফুল প্যান্ট, বেল্ট, টুপি, জুতা, শাড়ি, ব্লাউজ, পেটিকোট, সাইড ব্যাক ও বাইসাইকেলসহ বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করা হয়।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here