গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদরের চৌমাথা থেকে শনিবার দুপুরে পারভেজ (১৮) নামে এক কলেজ ছাত্র অপহৃত হয়ছে। অপহৃত উপজেলার দরবস্ত ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের জামাল হোসেনের ছেলে এবং গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। ওই ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, পারভেজ শনিবার বাড়ী থেকে গোবিন্দগঞ্জ এমসিসি কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যায়। উপজেলার সদরের চৌমাথা মোড়ে পৌঁছিলে কতিপয় অজ্ঞাত পরিচয় যুবক পারভেজকে কাছে ডেকে নেয় এবং ছুরি দেখিয়ে টেম্পুতে তুলে নিয়ে নিমেশেই উধাও হয়ে যায়। এরপর ০১৭৪৪৯৭৪৯৮৪ নম্বর মোবাইলে পারভেজের বাবা জামাল হোসেনের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবী করেন। মুক্তিপণের টাকা না পেলে তারা পারভেজকে মেরে ফেলার হুমকি দেয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাদেকুল ইসলাম রুবেল/গাইবান্ধা