ফারুক হোসেন, গাইবান্ধা প্রতিনিধি ::

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩২ গাইবান্ধা-৪, গোবিন্দগঞ্জ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে দলীয় কর্যালয় চত্বেরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্থবকঅর্পণ করেছেন।

২৮ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ঢাকা থেকে তার নিজ নির্বাচনী এলাকায় ফিরে সংগঠনের স্থানীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে নেতা কর্মীদের উদ্দেশ্যে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, জেলা আওয়ামীলীগের সদস্য ও পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে অধ্যক্ষ আবুল কালাম আজাদ ঢাকা থেকে গোবিন্দগঞ্জে এলে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া-গাইবান্ধার জেলার সীমানা চাপড়ীগঞ্জে শত শত মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here