রওশন আলম পাপুল, গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা জেলা সদর হাসপাতাল সড়ক, হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের প্রবেশ গেট, ড্রেন ও বাগানসহ আশেপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

রবিবার সকালে সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. আল মাহামুদ আলম।

কর্মসূচিতে অংশ নেন বিডি ক্লিনের প্রতিনিধি সৈয়দ ইসমে আজম প্রসন্ন, সদস্য সৌন বিনতে হামদ, মাশরুকা ইসলাম রিয়া, নিশাদ বাবু, নাজমুল ইসলাম নিশাদ, মো. মানিক, শাহ তাসনিমুল তাসীন, সঞ্জয় কুমার মহন্ত, নুহিদ হাসান স্বাধীন, বিধান সরকার, কাওছার আহমেদ রুবাই, নিফাত হাসনাত, রাহুল পারভেজ ইমরান, আরিফ রহমান, রিয়াদুল ইসলাম রাকিব ও আহমেদ ইশতিয়াক প্রমুখ।

কর্মসূচি চলাকালে হাসপাতালের সামনে ওষুধ ও মুদি ব্যবসায়ীদের যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে সচেতন করা হয় এবং সংগৃহীত ৩১ ব্যাগ ময়লা-আবর্জনা হাসপাতালের নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here