সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::
পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, গলাচিপা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি নিউমোনিয়া ধরা পড়ায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
দলীয় সূত্রে জানানো হয়, শুক্রবার সকাল ১০টায় তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার পানপট্টি হাই স্কুল মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বেলা সাড়ে ১১টায় শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ গলাচিপা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনা হয়েছে। দুপুর ২টায় পৌর শহরের জৈনপুরী হুজুরের খানকা মাঠে দ্বিতীয় নামাজে জানাজার পরে গলাচিপা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
গোলাম মোস্তফা টিটুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহিন শাহ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মজিবর রহমান, গলাচিপার তিরিস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়। ১৯৭১ সালের ১৮ নভেম্বর গলাচিপার পানপট্টিতে পাক হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়, সেই যুদ্ধে বীরত্বের সাথে অংশ নেন গোলাম মোস্তফা টিটু।
একসময় দৈনিক খবরের গলাচিপা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করেছেন। এছাড়াও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here