সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :: 
কৃষি প্রনোদণা ২০২৩-২৪ কর্মসূচির আওতায় গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের কিসমত হরিদেবপুর এলাকায় ৫০ একর জমিতে সমলয় চাষাবাদ এর ব্লক প্রদর্শনী ট্রেতে উৎপাদিত চারা রাইস্ট্রান্সপ্লান্টারের সাহায্যে রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপ পরিচালক মোঃ নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ খায়রুল ইসলাম মল্লিক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার।
কৃষি যান্ত্রিকীকরণে সমলয় চাষাবাদ, যন্ত্র কমাবে কৃষির কাজ, শ্রম কমবে বারো মাস। দক্ষ কৃষক সফল কৃষি, ফসলের মাঠে কৃষকের হাসি। ফসল কাটার সময় শ্রমিক সংকট এখন বাংলাদেশে নিত্যবছরের সমস্যা। শিল্পায়নের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে কয়েক দশক ধরে মানুষ শহরমুখী। তাই প্রতিনিয়ত কমছে কৃষি শ্রমিক। সামনে এ সংকট আরও বাড়বে বৈ কমবে না। এর একটা সমাধান হতে পারে কৃষি যান্ত্রিকীকরণ।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কৃষিকে আধুনিকীকরণের জন্য যান্ত্রিকীকরণের উপরে বিশেষ জোর দিয়েছেন। তারই ধারাবাহিকতায় কৃষিতে যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। সমলয় মূলত সমবায়ের আদলে একটি শব্দ।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here