সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::
 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী, আমখোলা ও গজালিয়া ইউনিয়নে ইটভাটায় উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনা করে লক্ষাধিক টাকা জরিমানা।
প্রশাসন সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের মামা ব্রিকসকে ৫০ হাজার টাকা, গোলখালী ইউনিয়নের সততা ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা, বিবিসি ব্রিকস ১ লাখ টাকা এবং গজালিয়া ইউনিয়নের খান ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ইটভাটা গুলোতে যৌথভাবে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এবং উপজেলা সহকারী কমিশন (ভূমি) মোঃ নাসিম রেজা।অবৈধ ভাবে কাঠ দিয়ে ইট পোড়ানোর জন্য এই অভিযান চালায় প্রশাসন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃমহিউদ্দিন আল হেলাল বলেন, ইটভাটা গুলোতে অবৈধ ভাবে কাঠ দিয়ে ইট পোড়ানোর দায়ে অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এমন কোন অপরাধ করবেনা বলে তারা মুচলেকা দেয়। এ সময় তাদেরকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here