আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রম অবিলম্বে বাতিল ও বিচারের নামে প্রহসন বন্ধ করার দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী শাখার উদ্যোগে গতকাল সোমবার নগরীতে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা মহানগরী নায়েবে আমীর অধ্যাপক আবদুল মতিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা মহানগরী নায়েবে আমীর মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারী এ্যাডঃ মুহাম্মদ শাহ আলম, এ্যাডঃ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সদর থানা সেক্রেটারী শেখ মুহাম্মদ অলিউলাহ, সোনাডাঙ্গা থানা সহকারী সেক্রেটারী এ্যাডঃ মনিরুল ইসলাম পান্না প্রমূখ। মিছিল শেষে সমাবেশে নেতৃবৃন্দ বলেন,সরকার মানবতা বিরোধী অপরাধের কথা বরছে অথচ এখনও পর্যন্ত মানবতা বিরোধীর সংঙ্গা তারা নির্ধারণ করতে পারেনি। সরকার যে আইনের মাধ্যমে বিচার কার্যক্রম চালাচ্ছে তা আন্তর্জাতিক মানের অনেক নিচে। যুদ্ধাপরাধের বিচারের নামে রাজনৈতিক বিবেচনার বিচার দেশের জনগণ কখনও মেনে নেবে না। আওয়ামী লীগের মধ্যেই যুদ্ধাপরাধীর সংখ্যা বেশী অথচ সরকার শুধুমাত্র বিরোধী দলের নিরপরাধ নেতৃবৃন্দদের গ্রেফতার করে বিচারের নামে প্রহসন চালাচ্ছে। দেশ পরিচালনায় এ সরকার ব্যর্থ উলেখ করে নেতৃবৃন্দ আরও বলেন দেশের মানুষ যখন খাদ্য সংকট ও চরম নিরাপত্তাহীনতায় ভুগছে তখন জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিচারের নামে প্রহসন চালাচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে সরকারের এ ফ্যাসিস্ট অচরণ থেকে সরে এসে সঠিকভাবে দেশ পরিচালনার আহবান জানান। খাহজাহান আলী থানা জামায়াতের উদ্যোগে অনুষ্টিত সমাবেশে সভাপতিত্ব করেন থানা আমীর হাফেজ আমিনুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান।  বক্তব্য রাখেন, হাসান মাহমুদ টিটো, মাওলানা আবু জাফর, আশরাফুল ইসলাম প্রমুখ। তেরখাদা উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্টিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা কবিরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন, মাওলানা শারাফাত হোসেন দিপু, গোলাম রব্বানী, মাওলানা ফরিদউদ্দিন, এইচ এম পারভেজ প্রমুখ। দিঘলিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্টিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা মাওলানা আবুল হাসান। এতে বক্তব্য রাখেন, আলমগীর হোসাইন, আব্দুদ দাইয়ান, হাবিবুর রহমান, হারুন অর রশীদ প্রমুখ। রূপসা পশ্চিম উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্টিত মিছিল পূর্বসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা হেকমত আলী। এতে বক্তব্য রাখেন মোহাম্মদ ইকবাল আমিন, মাওলানা ইসমাইল প্রমুখ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শিমুল খান/খুলনা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here