জেলার বটিয়াঘাটা থানার হোগলাডাঙ্গা এলাকায় বাসের ধাক্কায়  নারায়ন মন্ডল (৪৫) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। এ সময় বাসের হেলপার ও এক পথচারী আহত হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু বকর সিদ্দিক জানান, সোমবার বেলা সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা থেকে খুলনাগামী (খুলনা-ব ৬৯৪) যাত্রীবাহী বাসের সামনের চাকা খুলে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খুলনার দিক থেকে আসা একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই ভ্যান চালক নারায়ন মন্ডল মারা যায় । নিহত ভ্যান চালক ডুমুরিয়ার ফলইমারী গ্রামের ভাগ্যধরের পুত্র। নিহতের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বাসের চালক পালিয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ওর্য়াডের চিকিৎসক সহকারী রেজিষ্টার বিশ্ব নাথ মন্ডল জানান, দুর্ঘটনায় আহত শাওন ( ২০) ও রাজু (১৮) কে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের শরীরের বিভিন্ন অংশে কেটে গেছে। তবে তারা বিপদমুক্ত। দুর্ঘটনায় আহত রাজু পথচারী। তিনি হোগলাডাঙ্গা এলাকার বাসিন্দা। শাওন বাসের হেলপার। তার বাড়ী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শরাফপুর গ্রামে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শিমুল খান/খুলনা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here