পবিত্র ঈদুল আযহার উপলক্ষে সরকারী ভাবে খুলনায় বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বন্দর নগরী খুলনায় ঈদের প্রস্তুতি চলছে। জেলা প্রশাসনের সূত্র জানায়, ঈদের দিন সোমবার সকালে সকল সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ভবনে জাতীয় পতাকা উত্তোলন, খুলনার প্রধান প্রধান সড়ক দ্বীপে জাতীয় পতাকা ও ঈদ মোবারক খচিত পতাকা টানানো , কারাগার, হাসপাতাল ও সরকারী শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন, বিকেল ৫টায় হাদিস পার্কে চলচিত্র প্রদর্শন ও সুবিধাজনক সময় শিশুদের অংশ গ্রহণে আলোচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া নৌ-পথে নিরাপদ চলাচলের লক্ষে রাতে নদীতে বালুবাহী কার্গো চলাচল বন্ধ, মূল নৌ-পথে মাছ ধরা জাল ফেলা নিষিদ্ধ ও অতিরিক্ত যাত্রীবাহি নিষিদ্ধ করা হয়েছে। লঞ্চ, ট্রেন ও বাস টার্মিণালে শৃংখলার সার্থে ভ্রম্যমান আদালত স্থাপন করা হবে। ফিটনেছ বিহীন যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। নগীরেত ঈদের প্রথম এবং প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। আবহাওয়া প্রতিকূলে থাকলে ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে টাউন জামে মসজিদে। সকাল ৯টায় দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে টাউন জামে মসজিদে। এছাড়া সকাল সোয়া ৮টায় খালিশপুর ঈদগাহ ময়দানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। নগরীতে ঈদের উল্লেখযোগ্য জামায়াত গুলো হচ্ছে বায়তুন নূর কমপ্লেক্স, বায়তুন আমান জামে মসজিদ, খুলনা আলিয়া মাদ্রাসা, বয়রা পুলিশ লাইন, জেলা পুলিশ লাইন, পিটিআই জামে মসজিদ, আলহেরা জামে মসজিদ, মতি মসজিদ, মক্কী মসজিদ, হাজী বাড়ি জামে মসজিদ, ডাকবাংলা জামে মসজিদ, গল্লামারী জামে মসজিদ, সবুজবাগ জামে মসজিদ, কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদ, কে ডিএ জামে মসজিদ, সোনাডাঙ্গা জামে মসজিদ, ইকবাল নগর জামে মসজিদ, বিএল কলেজ জামে মসজিদ গোয়াল পাড়া জামে মসজিদ, নিউজপ্রিন্ট মিল জামে মসজিদ, পিপলস জামে মসজিদ, প্লাটিনাম জামে মসজিদ, দৌলতপুর বাস টার্মিনাল জামে মসজিদ, মহেশ্বরপাশা জামে মসজিদ, নেছারিয়া মাদ্রাসা, মুজগুন্নি জামে মসজিদ, লবণচরা জামে মসজিদ, শিপইয়ার্ড জামে মসজিদ, চানমারী বাজার জামে মসজিদ, দক্ষিণ টুটপাড়া জামে মসজিদ, আহম্মেদিয়া এতিমখানা, জাহাননগর জামে মসজিদ, জিন্না মসজিদ, গোবরচাকা মধ্যপাড়া মসজিদ, শেখপাড়া  কাশেম সরদার মসজিদ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শিমুল খান/খুলনা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here