টিপাইমুখে বাঁধ নির্মাণে যৌথ জরিপ দাবি করে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিঠির জবাব দিয়েছে ভারত।
ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের লেখা চিঠি আজ শনিবার বিএনপি হাতে পেয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।
তিনি বলেন, ‘ভারতীয় দূতাবাসের একজন কর্মকর্তা সকালেই চিঠিটি পৌঁছে দেন। তবে এর খাম এখনো খোলা হয়নি।’
খালেদা জিয়া খুলনার রোড মার্চ থেকে ফেরার পর ওই চিঠির বক্তব্য দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান মারুফ কামাল খান।
উল্লেখ্য, ভারতে টিপাইমুখে বাঁধ নির্মাণের চুক্তি সই করার পর তার প্রতিবাদ জানিয়ে গত ২২ নভেম্বর খালেদা জিয়া ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে চিঠি পাঠান।
এতে টিপাইমুখে বাঁধ নির্মাণ করার আগে এর প্রভাবগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের দাবি জানান তিনি। এছাড়া টিপাইমুখে বাঁধের কারণে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের তিন কোটি মানুষ হুমকির মুখে পড়বে বলেও উল্লেখ করেন খালেদা জিয়া।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা