চলমান বিক্ষোভের মুখে ক্ষমতা হস্তান্তর চুক্তিতে সই করতে সৌদি আরবে গেছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ।
ছয় সদস্য বিশিষ্ট আরব উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। জিসিসির প্রধান সৌদি আরব।
বুধবার ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘প্রেসিডেন্ট সালেহ সকালেই সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন, যেখানে ‘গালফ ক্ষমতা হস্তান্তর চুক্তি’ সই করা হবে।’
তবে ওই চুক্তিটি ঠিক কখন স্বাক্ষরিত হবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মধ্যস্থতাকারী আরব উপসাগরীয় দেশগুলোর প্রতিনিধিরাসহ ইউরোপ এবং আমেরিকার রাষ্ট্রদূতের উপস্থিত থাকার কথা রয়েছে।
এই চুক্তি সই হলে দেশ পরিচালনার দায়িত্ব অর্পিত হবে ভাইস-প্রেসেডেন্ট আবদারাবুহ মনসুর হাদির হাতে।
উল্লেখ্য, ইয়েমেনে চলমান সরকারবিরোধী আন্দোলনে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আরব উপসাগরীয় দেশগুলোর মধ্যস্থতায় ক্ষমতা হস্তান্তর নিয়ে সালেহ সরকারের সাথে অনেক আগে থেকেই আলোচনা চালিয়ে যাচ্ছে।
প্রেসিডেন্ট সালেহ ক্ষমতা ছেড়ে দেওয়ার ব্যাপারে একাধিকবার প্রতিশ্রুতিও দিয়েছেন। কিন্তু বারবারই তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।
বিক্ষোভকারীরা বিরোধিদের ওপর দমনমূলক ব্যবস্থা নেওয়ার অভিযোগে বিচারের সম্মুখীন হওয়া থেকে নিষ্কৃতি পেতে প্রেসিডেন্ট এই চুক্তিতে সই করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, ইয়েমেনে সরকারবিরোধিরা কয়েক ভাগে বিভক্ত হওয়ায় কারা এই ক্ষমতা হস্তান্তর চুক্তি সইয়ের ব্যাপারে সমর্থন দিচ্ছে তা অস্পষ্ট।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক