নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফাঁশিতে ঝুলন্ত এক ব্যক্তির লাশ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার সকাল ১১ টায় বসুরহাট থানা পুলিশ চরফকিরা উইনিয়নের ১৬ নং সুইচ সংলগ্ন জমদার বাড়ির হানিফ জমদার (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে ঘটনার প্রেক্ষিতে জানা যায়। মৃত হানিফের সাথে তার ভাইয়ের দীর্ঘ সময় জায়গা সম্পত্তির বিরোধ ছিলো। এ নিয়ে ঘটনার আগের দিনও তাদের উভয়ের মধ্যে ঝগড়া চলে। আরএ নিয়ে অভিমান করে সে আত্মহত্যা করে বলে জানায় এলাকার লোকজন । আবার কেউ কেউ বলছে হানিফ জমদার কে তার ভাই ও ভাইয়ের ছেলেরা প্রায়ই মেরে ফেলার হুমকি দিত। কে জানে হয়তো তারাও মেরে এখন ফাঁশির নাটক সাজিয়েছে বলে অনেকে মনে করছেন। লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্থ্য মামলা দায়ের হয়েছে বলে জানান অফিসার ইনচার্জ ইমরান আলি। এবং ময়না তদনেত্মর পর যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/হাসান ইমাম রাসেল/নোয়খালী