জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) প্রতিনিধি ::
যশোরের কেশবপুর উপজেলাকে মাদক ও সন্ত্রাস মুক্ত মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই। চাঁদাবাজ মুক্ত শিক্ষিত যুবসমাজ গড়তে চাই।  আমি আপনাদের কাছে স্যার বা সাহেব হয়ে থাকতে চাই না আপনাদের মাঝে সেবক হয়ে চিরদিন বেঁচে থাকতে চাই।
আপনারা কেশবপুরকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে আমাকে সহযোগিতা করবেন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। আমার এলাকাকে বেকার মুক্ত এলাকা হিসাবে গড়ে তুলতে আমাদের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাহলে  আমাদের দেশে উন্নতি অবশ্যই হবে। কারোর রক্তচক্ষুকে ভয় পাবার নয়, আমাদের কেশবপুরকে আমরাই গড়ে তুলতে চাই। দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত কনিষ্ঠ সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম নতুন মূলগ্রামে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শনিবার বিকালে কেশবপুর সদর ইউনিয়নের নতুন মূলগ্রাম যুবসমাজের উদ্যোগে নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার মূখরর্জী, কেশবপুর পল্লী বিদ্যুৎ অফিসের পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, পৌর কাউন্সিলর জি এম কবির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জি এম হাসান,নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফুর।
অপর দিকে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শনিবার সন্ধ্যায় অপর এক গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এখানে বক্তব্য রাখেন বাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ মাষ্টার, প্রধান শিক্ষক নিখিল কুমার দাস, ইউপি সদস্য হুমায়ন কবির টিনু, ছাত্রলীগ নেতা শেখ সুজন প্রমুখ। এরপর ভান্ডারখোলা ও জামালগঞ্জ বাজারে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here