কুষ্টিয়া জেলা শিক্ষা ভবনের অফিস সহ সারাদেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সমাপ্ত ”মাধ্যমিক শিক্ষা উন্নয়ন” শীর্ষক প্রকল্পের মাধ্যমে ৫৬ জন গাড়ীচালক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়ে ১৯৯৭ সাল থেকে অধ্যাবধি আঞ্চলিক উপ-পরিচালক/ জেলা শিক্ষা অফিসে কর্মরত রয়েছে। এর মধ্যে ১৫ টি গাড়ী চালকের পদ রাজস্বভুক্ত হয়নি। প্রকল্পটি এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় সারাদেশ ব্যাপী মাধ্যমিক শিক্ষা সার্বিক মনোন্নয়নের উদ্দ্যেশ্যে বিগত ১৭/১১/১৯৯৩ তারিখ থেকে বাস্তবায়ন কাজ শুরু করে ৩০ শে জুন’ ২০০০ তারিখে সমাপ্ত হয়েছে। প্রকল্পটির পাঁচটি অঙ্গের মধ্যে মাঠ পর্যায়ের কার্যক্রম সুষ্ঠুভাবে সুপারভিশন, তদারকি ও কাজের গতিশীলতা আনয়নের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন ০৮ জন আঞ্চলিক উপ-পরিচালক এবং ৬৩ জন জেলা শিক্ষা অফিসারকে অনুমোদিত প্রকল্প দলিলের সংস্থান মোতাবেক প্রকল্প হতে ০১ টি করে জীব গাড়ী সরবরাহ করা হয়েছে। প্রতিটি জীব গাড়ীর জন্য প্রকল্প হতে ০১ জন গাড়ীচালক নিয়োগ দান করা হয়েছে। নদী বেষ্ঠিত বরগুনা জেলা শিক্ষা অফিসারকে তাঁর আওতাধীন কার্যক্রম সুষ্ঠুভাবে তদারকি ও বাস্তবায়নের জন্য ০১ জন স্পীড বোট সরবরাহ করা হয়েছে এবং স্পীড বোট চালানোর জন্য প্রকল্প হতে ০১জন স্পীড অপারেটর নিয়োগ প্রদান করা হয়। ৬৪ টি জেলা শিক্ষা অফিসের মধ্যে ৫৬ টি জেলা শিক্ষা অফিসের (৫৫ টি গাড়ীচালকের পদ ও ০১ টি স্পীড বোট অপারেটরের পদ) ৫৬ টি পদ রাজস্ব খাতে স্থানান্তরের জন্য সরকারী আদেশ জারী করা হয়েছে (পরিশিষ্ট-ক)। তারপর থেকে উক্ত ড্রাইভারের পদ রাজস্ব খাতে স্থানান্তরের ক্ষেত্রে সংস্থাপন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ০২/০৯/২০০২ তারিখের সভার সিদ্ধান্তের ৬(ঘ)-এ উল্লেখ রয়েছে যে, ০৮ টি আঞ্চলিক উপ-পরিচালকের কার্যালয়ে পদ সৃষ্টি সংক্রান্ত জটিলতা নিরসনের পর আঞ্চলিক উপ-পরিচালকের কার্যালয় সমূহের গাড়ীচালকের পদ ও গাড়ী রাজস্ব খাতে স্থানান্তরের বিষয় বিবেচনা করা যেতে পারে (পরিশিষ্ট-খ)। অত্র অধিদপ্তর থেকে ১৮/১০/২০০৫ তারিখের নং-মাশিউপ্র/বা-ইউ/ গাড়ীর রাজস্ব/৫৬৮/২০০০/৮৬২০ স্মারক পত্রে ১৬(ষোল) টি গাড়ীচালকের পদ রাজস্ব খাতে স্থানান্তরের বিষয়ে গাড়ীচালকের শূন্য পদ বিলুপ্তি সাপেক্ষে পুনরায় প্রস্তাব শিক্ষা মন্ত্রনালয় থেকে প্রেরণ করা হয়। তৎপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রনালয় হতে সচিব  মহোদয় ০১/০১/০৬ তারিখের নং শাঃ৬/এসইডিপি-১১(থেকে)/২০০১/৮৪১-স্মারক মূলে সংস্থাপন  মন্ত্রনালয়ের সচিব মহোদয়কে ডিও লেটার দেয়া হয়। সংস্থাপন  মন্ত্রনালয়২৯/০৮/২০০৮ তারেখের স্মারক নং সম/শাখা/-৬/শিম-১২/২০০১-৩০৮ এবং শিক্ষা মন্ত্রণালয়ের ২২/১০/২০০৭ তারিখের স্মারক নং শাঃ ২৩/এসইডিপি-১১(থেকে)/২০০১/-৪১৮- মুলে রাজস্ব খাতের ১৫ গাড়ীচালকের (৮ টি ডিডি অফিসের ৮ টি ও ৭ টি জেলা শিক্ষা অফিসের ৭ টি) গাড়ীচালকের পদ বিলুপ্ত সাপেক্ষে পদ সৃষ্টিতে সম্মতি জ্ঞাপন করে (পরিশিষ্ট-গ)। উল্লেখ্য, প্রকল্পটি ৩০ জুন/২০০০ তারিখে সমাপ্তির পর প্রসত্মাবের প্রেক্ষিতে ৭৪ জন (৮ টি ডি.ডি অফিসে ৮ জন, ৬৩ টি জেলা শিক্ষা অফিসে ৬৩ জন, শিক্ষা মন্ত্রনালয়ের উন্নয়ন শাখায় ১ জন ও পরিকল্পনা কমিশনের শিক্ষা উইং-এ ১ জন মোট ৭৩ জন গাড়ীচালক ও ১ জন স্পীড বোট অপারেটর) ড্রাইভার কে ১লা জুলাই/২০০০ থেকে মে/২০০১ পর্যন্ত থেকে বরাদ্দ থেকে বেতন ভাতাদি প্রদান করা হয়েছে। বর্তমানে ১৫ জন গাড়ীচালক গত জুন/২০০১ হতে অধ্যাবধি কোন বেতন-ভাতাদি না পেয়ে ন্ত্রী- পরিজন নিয়ে খুবই কষ্টে জীবন-জাপন করছে। প্রকল্পটি দলিলের সংস্থান মোতাবেক এবং সংস্থাপন মন্ত্রণালয়ের জারীকৃত প্রজ্ঞাপন অনুযায়ী প্রকল্পের জনবল রাজস্ব খাতে স্থানান্তরিত হয়। সংস্থাপন মন্ত্রণালয় কর্তৃক পত্রে উল্লেখ রয়েছে এস. আর. ও নং ১৮৩ আইন/২০০৫/সম/বিধি-১/এস-/৯/২০০০,তাং ২০/০৬/২০০৫ এর ১(চ) এবং ৪ বিধি অনুযায়ী প্রস্তাবিত ড্রাইভারগণ নবসৃষ্ট পদে নিয়োগ লাভের সুযোগ পাবেন কথাটি উল্লেখ থাকলেও উক্ত বিধিমালায় আওতায় এ প্রকল্পে নিয়োগকৃত ড্রাইভারগণ পড়ে না (পরিশিষ্ট-ঘ)। উক্ত ২০০৫ বিধিমালায় ২(ক) তে স্পষ্ট উল্লেখ রয়েছে যে “উন্নয়ন প্রকল্প” অর্থ ১ জুলাই, ১৯৯৭ তারিখ হইতে শুরু হওয়া উন্নয়ন বাজেটভুক্ত সরকার কর্তৃক অনুমোদিত সমাপ্ত প্রকল্পসমূহ। মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পটি ১৯৯৩ সালে শুরু হয়েছে, যা ২০০৫ বিধিমালার এস.আর.ও নং ১৮২ আইন /২০০৫/সম/বিধি-১/এস/৯/২০০০, তাং-২৬/০৬/২০০৫ এর প্রজ্ঞাপন অনুযায়ী সংশ্লিষ্ট প্রকল্পে নিয়োগকৃত জনবল রাজস্ব খাতে স্থানান্তর, সাময়িক ভাবে পদস্থ ও নিয়োমিতকরণ করা প্রয়োজন। সে লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২১/১২/২০০৮ তারিখের স্বারক নং শাঃ ২৩/এসইডিপি-১১(থেকে) /২০০১/৪৬৫- সংখ্যক স্বারকে সংস্থাপন মন্ত্রণালয়ে উক্ত ১৫ টি পদের বিপরীতে পদায়নের প্রস্তাব করা হলে। সংস্থাপন মন্ত্রণালয় সভা আহব্বান করে সিদ্ধান্ত দেয়া হয়েছে সাময়িকভাবে পদায়ন- এর বিষয়ে প্রশাসনিক মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে (পরিশিষ্ট-ঙ)। এরপরও অদ্যাবধি, সংস্থাপন মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত ২০০৫ বিধিমালার এস,আর,ও নং ১৮০ আইন/২০০৫/সম/বিধি- ১/এস/-৯/২০০০,তাং- ২০/০৬/২০০৫-এর প্রজ্ঞাপন অনুযায়ী প্রকল্পের মাধ্যমে নিয়োগকৃত ১৫ জন গাড়ীচালককে রাজস্ব খাতে সৃজিত ১৫ টি গাড়ীচালকের পদের বিপরীতে সাময়িকভাবে পদায়নের সম্মতি করেনি বলে জানা গেছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here