কুষ্টিয়ার বৃহৎ শিল্প প্রতিষ্ঠান কুষ্টিয়া চিনিকলের ২০১১-১২ মৌসুমের আখ মাড়াই  আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে। ওই দিন বিকেলে মিলের কারখানা অভ্যন্তরে মিলের ডোঙ্গায় আখ নিক্ষেপনের মধ্যদিয়ে মাড়াই আনুষ্ঠানিক উদ্বোধন করবেন খোকসা উপজেলা চেয়ারম্যান ও কুষ্টিয়া চিনিকলের সুগার সেচের চেয়ারম্যান আলহাজ্ব সদরউদ্দিন খান। এবারো লোকসানের আশা নিয়ে মিলের মাড়াই শুরু হচ্ছে। তবে কি পরিমান লোকসান হবে তা সময় বলে দেবে। কুষ্টিয়া চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান জানান,আসন্ন মাড়াই মৌসুমে ৪২ হাজার ৫শত মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩ হাজার ৮১ মেট্রিক টন। যার আহরন ধরা হয়েছে ৭.২৫। এবার মিলের ৫০টি আখ ক্রয় কেন্দ্র থেকে আখ ক্রয় করা হবে। এ মৌসুমের জন্য মিলের আওতাভুক্ত এলাকার ৫হাজার আখ চাষী ৭হাজারের বেশি একর জমিতে আখ রোপন করেছিল। মিলের চাষীদের মাঝে আখ রোপনের জন্য ৩ কোটি ২৪লাখ টাকা আদায় যোগ্য ঋণ দেয়া হয়েছে। এদিকে মিলের মাড়াই মৌসুম শুরুর প্রাক্কালে মিলের কারখানা অভ্যনত্মরের প্রসত্মতির কাজ শেষের দিকে। কারখানা ট্রায়াল দেয়া হয়েছে। মৌসুমী শ্রমিকেরা আসতে শুরু করেছে। ইতিমধ্য অনেকে কাজে যোগদান করেছে। মিলের সাবেক শ্রমিকদের পাশাপাশি বেশ কয়েকজন শ্রমিককে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কঞ্চন কুমার/কুষ্টিয়া

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here