কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে নজরুল ইসলাম (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। থানা সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর রেলগেট এলাকায় রাজবাড়ী থেকে পোড়াদহগামী শাটল ট্রেনের নিচে কাটা পড়েন নজরুল। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় কম্পিউটার অপারেটর হিসেবে কমর্রত ছিলেন। ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরউদ্দিন মোল্লা জনান, ঠাকুরগাঁওয়ের বাসিন্দা কনস্টেবল নজরুল সকালে কুষ্টিয়া শহরের শেখপাড়াবাজার থেকে তার স্ত্রী ও শ্যালিকাকে ঠাকুরগাঁওগামী বাসে তুলে দেন।  পরে অন্য একটি বাসে থানার অফিসিয়াল কাজের জন্য কাগজ কেনার উদ্দেশ্যে শহরের উদ্দেশ্যে রওনা হন। পরে সকাল ১১টার দিকে তার দ্বি-খন্ড লাশ পাওয়া যায় কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেট এলাকায়। পুলিশ সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here